পুরুষ বলে মেয়েরা সন্দেহের চোখে তাকায়
তাদের দোষ দেয়া যায় না
এই অধিকার তারা পেয়েছে সংবাদপত্রের পাতায়
খবরের চ্যানেলে বর্ণিত একের পর এক
শ্লীলতাহানির ঘটনায়
এবং নিজ অভিজ্ঞতায় l
অভিযুক্তরা পুরুষ
এই খবর যিনি লিখছেন, যিনি পড়ছেন
প্রশাসন পদক্ষেপ গ্রহণ করছে অথবা বেমালুম
এড়িয়ে যাচ্ছে
তাঁরা প্রধানত পুরুষ
যার দ্বারা লাঞ্ছিত তার শরণে প্রতিকার হচ্ছে অথবা হচ্ছে না
প্রতিকার হচ্ছে না তাই অবিশ্বাস দৃঢ় থেকে দৃঢ়তর l
নিরাপদ ঘেরাটোপ ঘরে,
বাইরে বেরুলে হায়েনার হিংস্র শ্বাস
কখনো ঘরে বিপন্নতা
বিপদ শরীর ঘিরে
বিপদ এজন্য যেহেতু সবাই পুরুষ নয়,
বিপদ এজন্য যেহেতু সবাই নারী নয় l