একখানা চশমা কালো ফ্রেম বাঁধা
বইমেলা ঘুরে ফেরে নাকে নিয়ে রাধা
এই ওঠে চোখে তার টেবিল তাকায়
কালো চশমার ফ্রেম ঘুরে ফিরে যায় l
মেলা চলে সাতদিন সপ্তম দিনে
খুশিমনে কবিরানী কবিতার ঋণে
কবিতার ঝুলি নিয়ে মেলায় হাজির
আড্ডা ও গল্পেতে কবিতা জাহির l
কখনো কবিতা পড়ে খায় ঝালমুড়ি
ফটো ওঠে ঘন ঘন পাঁচ দশ কুড়ি
এতো সব আয়োজন আমোদ মেলায়
এক কোণে চশমাটা হারায় হেলায় l
খুঁজে পায় কবি এক - চশমাটা কার ?
সকলেই মাথা নাড়ে মালিক ফেরার
বইমেলা শেষ হয়ে মাঠ শুনশান
সাথে সাথে শেষ যেন চশমার গান l
দিন যায় রাত যায় ফেসবুকে আসে
কালো চশমার পোষ্ট পায় তারা বাসে
খোঁজ খোঁজ শুরু খোঁজ কমিটি গঠন
একজনে হারালো যা পেলো আর জন l
কিন্তু প্রকাশ নয় আভাসে আড়ালে
কিছু চাপা কিছু ফাঁপা মাপা বোলচালে
কিন্তু মগের জল দেন পুরো ঢেলে
কবিদাদা গোপনতা দেন পুরো খুলে l
তবু থাকে কথা কিছু চাপাস্বরে ওঠে
রহস্য ঘনঘোর চশমার জটে
রায়গঞ্জ বইমেলা হারিয়েছে যা
বালুরঘাট কেমনে যে খুঁজে পেলো তা !
হেঁয়ালি ও ডানবাম কথার আড়ালে
আভাস কিছুটা পাই বাকিটা নাগালে
রহস্য চশমার প্রকাশিত হোক
তবু ভালো চশমাটা পেয়ে গেছে চোখ l