(কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে তাঁর 'সংকল্প' কবিতাটির ভিত্তিতে রচিত......)
থাকব এখন বদ্ধ ঘরে, দেখতে চাই না জগৎটাকে,
জেনে গেছি মরছে মানুষ করোনার ঐ ঘুর্ণিপাকে।
দেশ হতে দেশ দেশান্তরে
ছোটে ভাইরাস বিমান ধরে,
কিসের নেশায় ছড়ালো চীন মরছে মানুষ লাখে লাখে,
কিসের আশায় করলো তারা বরণ মারণ অস্ত্রটাকে।
যেমন করে বীর ডুবুরী সিন্ধু সেঁচে মুক্তা আনে,
যেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গ পানে।
জাপটে ধরে মানুষটিকে
করোনা ব্যাধি চলছে ছুটে,
এমনি করে আনছে মানুষ করোনাকে জাহাজ-যানে,
ভুগছে মানুষ বিশ্ব জুড়ে ভাইরাসের এই জোয়ার বানে।
যেমন করে মথলে পাথার লক্ষী ওঠেন পাতাল ফুঁড়ে,
যেমন করে অভিযানে চলছে মানুষ পাহাড় চুড়ে।
তুহিন মেরু পার হয়ে যায়
সন্ধানীরা কিসের আশায়;
ঠিক তেমনই এই ভাইরাস চীন থেকে আজ দেশান্তরে
মরছে মানুষ মরছে রোজই কাশি সর্দি এবং জ্বরে l
কোন বেদনার টিকিট কেটে চন্ডু-খোর এ চীনের জাতি
এমন করে উদয়-বেলায় মরণ-খেলায় উঠল মাতি।
বিপদের এই বিষম ঘোরে
থাকবো সবাই মাস্ক পরে
চীন নিজে ভাই কেমন করে কাটল শিকল রাতারাতি!
কাটলো বিপদ তাদের ঘরে, তাদের ঘরে খুশির বাতি।।
থাকবো এখন বদ্ধ খাঁচায়, থাকবো পুরো অন্তঃপুরে
এটাই এখন বাঁচার রাস্তা লক ডাউন তাই দেশ জুড়ে
ধৈর্য সীমা যাবে যাবে না টুটে
ঘরের বাহির যাবো না ছুটে
সাবানজলে হাত ধুয়ে ভাই করবো জবাই করোনাকে
বিশ্ব-জগৎ বাঁচবে আবার দূরত্বটা বজায় রেখে l