মা বলেন - আয় খোকা, খাবি আয়
তোর যা পছন্দ দেখ রেঁধেছি তাই l
আমার কি পছন্দ মা - বলে খোকা
তুমি তো দাও সব্জি ভাত আর ধোকা l
একই খাবার রোজ খেয়ে মুখ পচেছে মা
মাছ মাংস ডিম পায়েস কেন রাঁধো না ?
- আজ করেছি আয় বাবা পায়েস সিমাঈ দুধে
আর করেছি লুচি ক'টা দোকান থেকে বুঁদে l
= আজ তোর জন্মদিন, আকাশ সিঁদুর লাল
কেক এনেছি, আয় বাবা, মোমবাতিটা জ্বাল l
হ্যাপী বার্থডে করবো তোকে আয় খোকন সোনা
এই দেখ এসে পড়ল তোর বন্ধু ক'জনা l
খোকার চোখে ঝিলিক মারে লক্ষ তারার জ্যোতি
একলাফেতে মায়ের কোলে মুখে হীরের দ্যুতি l
জন্মদিনে খোকার মুখে ভিন্ন কিছু জোটে
বন্ধু নিয়ে জন্মদিনে আনন্দেতে মাতে l
স্বপ্ন দেখে মা ও ছেলে এমন দিনের রোজ
তেপান্তরের মাঠের পারে পাবে যে তার খোঁজ l
মায়ের খোকা ঘোড়ায় চড়ে তেপান্তরে যাবে
রাজকন্যা উড়িয়ে এনে রাজার খেতাব পাবে l