একখানা চেয়ারকে টার্গেট ধরে
ছুটে চলে কতো লোক হনহন করে l
রোগা মোটা যত আছে গ্রাম শহরের
চেয়ার স্বপন তাঁর বড়ো আদরের l
ধাক্কাধাক্কি চলে কথা ক্ষুরধার
প্রচারে ও সভাঘরে কতো কথা তার l
ভোট হয় জোট হয় নোট ছড়াছড়ি
আদর্শ মতবাদ কতো দরাদরি l
এইদল সেইদল শিবির বদল
ঝোপ বুঝে কোপ মেরে বাছে নিজ দল l
কাল যে নীতির কথা আজ সেটা ভুলে
নতুন ভাষণ মারে এসে সেই দলে l
চেয়ার স্বপন তাঁর সেই ধ্যান জ্ঞানে
জনগণ ঈশ্বর এই কথা মানে l
একবার কোনোভাবে লেগে গেলে তাক
পিছুকথা ভুলে যায় নেতাদের জাত l
এ চেয়ারে যেই বসে পাঁচ সাল পুরো
রাজসুখে থাকে আর খায় পেটি মুড়ো l
চেয়ারে যাবার কালে বাবা বাছা করে
একবার বসে গেলে ভিন সুর ধরে l
কোথায় বা জনগন কোথায় জবান
লুটেপুটে নিজে খায় সব খানপান l
৮১৪