অন্তর্বাসের আড়ালে বিন্দু বিন্দু ঘাম
ত্বক ছুঁয়ে নীচে নামছে l
ঘাম উষ্ণতার, নাকি উত্তেজনার ?
আজ তাপ একটু বেড়েছে বটে,
কিন্তু এমন নয়, যে গা বেয়ে
তরতর করে ঘামের নদী বয়ে যাবে l
আর এইমাত্র পাওনাদারের সঙ্গে
একপ্রস্থ যা হয়ে গেলো,
সেটাও বিশেষ এমন নয়
যার জন্য উত্তেজনার পারদ এতটা চড়ে বসবে,
এমন তো হামেশাই হয় কতো মানুষের সঙ্গে l
তবে কি শরীর বিগড়েছে ?
সুগার, প্রেসার, ক্রিয়েটিনিন, ইয়োসোনোফিলিয়া
তা কেন - রুটিন চেক আপ তো চলছেই
কিন্তু তাই বলে হঠাৎই
এমন দরদরিয়ে ঘেমে ওঠার বিষয়টি
তো আর মিথ্যা নয়
আর বিজ্ঞান বলেছে,
কার্য যদি কিছু একটা হয়েছে
তবে তার কারণও থাকবে
- সেটাও তো জানা দরকার l
ছেলের চাকরি হয়েছে, মেয়ে ভালো ছাত্রী,
বেশ ভদ্র গোছের একটা পেনশন পাচ্ছেন
সকাল বিকাল বাজার করছেন
ময়দানে ওয়াকিং, জগিং নিয়মিত
শরীরে কঠিন কিছু সমস্যা নেই
তবে এমন একটি মনোরম সকালে
হঠাৎই এতটা ঘেমে উঠলেন কেন,
ভাবনায় উত্তেজনাটা বেড়েই যেতে থাকে l
ছেলেটি কিছুদিন থেকে একটু দেরিতে বাড়ি ফেরে
মেয়েটি ইদানিং বাপি বাপি বলে আদিখ্যেতা করে না
কেমন যেন বড়ো হয়ে গেছে হঠাৎ
গিন্নীও আজকাল তেমন পাত্তা দেন না,
এক জিনিস তিনবার চাইতে হয়
পাড়ায় কাজে অকাজে বিশেষ ডাক পান না আজকাল...
যতো ভাবেন, আরো বেশি করে ঘামতে থাকেন বিমলবাবু l