এই দেখো দাঁড়িয়েছে হিরো সে সত্যি
আজকেই হয়ে যাক তবে নিষ্পত্তি l
নায়কের মতো করে এই যে পোজ দেয়
চুলটাকে খাড়া করে সানগ্লাস চোখে নেয় l
কালো শার্টে সেই লাগে হাতঘড়ি ডান হাতে
দার্জিলিং এর পথে সময়টা সে কাটে l
ঠান্ডায় মাফলার নিয়েছে তো জড়িয়ে
আর্ট করে গিট দেয় শরীরে তা ছড়িয়ে l
ঠান্ডা বাতাস চলে রেলিংয়েতে ভর দেয়
কন্ট্রাস্ট পোশাকে তাকানো তো সেই সেই l
পেছনে শিকারী এক পাখি হাতে ছবিতে
সবকিছু দেখেশুনে মেতে গেছে কবিতে l
কবিতা সেও তো লেখে মন হিরোগিরিতে
দার্জিলিং এর মাটি বলে বসো পিঁড়িতে l
এ পিঁড়ি যে কোন পিঁড়ি বুঝি ধরে পিরিতে
পিঁড়ি ছেড়ে সিঁড়ি চড়ে থামে হিমগিরিতে l