(বিশিষ্ট সংস্কৃতি ব্যক্তিত্ব ভানু রায় স্মরণে)
ভানু, সূর্যের অপর নাম, দীপ্ত প্রভা তার
অস্তে গেলে জগত জুড়ে নামে যে আঁধার l
শীর্ণকায় উস্কোখুস্কো নাতিদীর্ঘ দেহ
সংস্কৃতিপ্রেমী যারা অজানা নয় কেহ l
বহুক্ষেত্রে কর্ম তাঁর পেরিয়ে বহু বাধা
শ্রমের সঙ্গে রাজনীতিতে ছিলো গাঁট বাঁধা l
তার সঙ্গে চর্চা করেন কবিতা এবং গান
বাদ্যযন্ত্র, লেখালেখি পেলেন কতো মান l
জ্ঞানের আধার, রসবোধে গভীর যে তাঁর টান
চিন্তাধারায় প্রগতিশীল শিশু-কিশোর প্রাণ l
শেষ বয়সে পাকাপাকি রায়গঞ্জে পেলেম
'বৈঠকী'র পুরোধায় ভানু দাদার এলেম l
নিয়মনিষ্ঠ সময়চারী স্নেহের বিশাল আধার
অনুষ্ঠানের মাঝে মাঝে রসিকতার বাহার l
সব বয়সের সমান সাথী একক জীবন তাঁর
ভালোবাসায়, অভিমানে, বাকি জীবন পার l
শ্রদ্ধা সঙ্গে ভালোবাসা, প্রণামটুকু নিও
সবার প্রিয় ভানু রায়, তোমার আশিষ দিও l
আজ সূর্য গেছে অস্তাচলে ভানুশূন্য আসর
স্মরণসভায় 'বৈঠকী'তে কাঁদে শোকবাসর l
** ভানু স্মৃতি তে প্রকাশিত, ২০১৮, পৃষ্ঠা - ১২
বৈঠকী - স্থানীয় একটি ভ্রাম্যমাণ সাংস্কৃতিক গোষ্ঠী যার প্রাণপুরুষ ছিলেন প্রয়াত ভানু রায় l