চলো দীঘা
বাড়াও হাত
ইলিশ হাতে
পাতো পাত
গরমাগরম
ইলিশ ভাত
অন্য খাবার
কুপোকাত
যে পেয়েছে
ইলিশ স্বাদ
সে দিয়েছে
সবই বাদ
আর পেয়েছে
অপবাদ
ইলিশখেকো
বাঙালবাদ
বাজারে যা
দুইটি হাত
দীঘায় সেটা
মুফতবাদ
ধরো আর খাও
হও আজাদ
ইলিশ মাছের
জিন্দাবাদ