চেয়ে চেয়ে দেখি আর চেয়ে চেয়ে থাকি
যাকে আমি চিনি ভালো এই তিনি নাকি !
ধূসর সাদা ও কালো মায়াময়ী রূপে
চেয়ে চেয়ে দেখি শুধু সেই অপরুপে l

শরৎ আকাশে ঐ মেঘ কেটে গেলে
মাঠে ক্ষেতে দূরে কাছে কাশফুল খেলে
জরা কেটে ধরা পায় বাঁচার রসদ
উৎসব পরিবেশে খেলে যায় রোদ l

শরতের রোদ খেলে নদী মাঠে বনে
খেলে যায় রূপ কতো মানুষের মনে
কতো শত বাধা ঠেলে শক্তি সাধনা
রূপ, যশ, বল দায়ী তিনি শতগুনা

চেয়ে চেয়ে দেখি আর ভুলে ভুলে থাকি
সকল নারীই শেষে দশভূজা নাকি !!!??
৮৯১