শ্বশুরবাড়ি বলতে কেমন ধাঁধায় পড়ে থাকি
ছেলের হলো শ্বশুরবাড়ি মেয়ের বেলায় ফাঁকি l
বিয়ের পরে মেয়ে যেন নিজের বাড়ি যায়
শ্বশুরবাড়ি হলেও সে তো চিরদিনের ঠাঁই l
শ্বশুর আছে অথবা নেই স্বামীর বাড়ি শেষে
আপন ঘরে আপন মনে, শ্বশুরবাড়ি কিসে ?
বরং তার যে বাপের বাড়ি পরায়া সেখানে
গেলেও দু এক দিনের জন্য ফেরে বাড়ির টানে l
সারাজীবন শ্বশুরবাড়ি প্রশ্ন কিছু নাই
বিদায় দিলে বাপের বাড়ি শ্বশুরবাড়িই ঠাঁই l
প্রশ্ন ওঠে স্বামীর বেলায় শ্বশুরবাড়ি গেলে
থাকে শুধু ফেরার তাড়া কেউ কিছু না বলে l
পুরুষতন্ত্র সমাজ বলে পুরুষ থাকে চাপে
শ্বশুরবাড়ি ঠাঁই মেলে না, ফেরে লাজের চাপে l
এক দু দিনে হাঁপায় শ্বশুর হাঁপায় শালা শালী
জামাই বাড়ি না ফিরলে তো আড়ালে দেয় গালি l
ফোকটেলসে তো গল্প লেখে লাঠি ওষুধ নিদান
জামাই বিদায় করার জন্য কঠোর কঠিন বিধান l
কিন্তু মেয়েটি শ্বশুরবাড়ি সারাজীবন টেকে
নিজের বাড়ির রোয়াব নিয়ে চুমুক চা ও কেকে l