মশারির কোনা ছিঁড়ে গোটা কিছু মশকে
দলে দলে ঢুকে পড়ে বিছানা ও তোষকে l
গুনগুন গান গায় রাতভর কানেতে
রক্তের স্বাদ পেয়ে জেগে ওঠে জানেতে l
ঠাস ঠাস থাপ্পড়ে কিছু তার মারা পড়ে
হাত জুড়ে রক্তের ম্যাপগুলো আঁকা পড়ে l
ছোট মশা বড়ো মশা খুদি মশা কিছু তার
কিছু ধরা পড়ে হাতে কিছু ঘোরে এন্তার l
কাঁহাতক জেগে থাকা তিনি শেষে ঘুম যান
এইবার শুরু হয় মশাদের অভিযান l
ইনজেকশন বিঁধে সারা গায়ে সারি সারি
সারা গায়ে ফুলে ওঠে ছোট ছোট ফুসকুড়ি l
চুষে নেয় রক্ত পেট ভরে মশকে
ঘুম যায় মানুষটি আপনার তোষকে l
কিছু তার ভুগে মরে মশকের কারণে
বাকি সব টিকে যায় প্রতিরোধ চারণে l