ছয় ভাইবোন পরপর তারা আসে যেন হেসেখেলে
হেমন্ত আসে শরতের পর মিঠেকড়া রোদ ঢেলে l
সকাল বেলায় ধানের গাছের ডগায় শিশির জমে
গাছে কচি পাতা ঘুম ভেঙে ওঠে মিষ্টি রোদের রঙে l
রাতের বেলায় মেঘহীন নীলে জোছনার আলো হাসে
সকাল হতেই মাঠঘাট জুড়ে শিশির ভেজায় কাশে l
আবছা কুয়াশা ঢেকে রাখে যেন প্রান্তর চারিধার
শিউলি, কামিনী, মল্লিকা ফোটে পুষ্পিত সমাহার l
বাংলার মাটি উর্বরা খাঁটি ফুলে ফলে ভরা দেশ
রূপ রস রঙে পাই কতো ফল স্বাদে গুনে সবিশেষ l
মাঠে মাঠে পাকে সোনালী ফসল গোলা ভরে ওঠে ধানে
ভাবুক হৃদয়ে ঝড় ওঠে যেন মেতে ওঠে হাসি গানে l
শিউলি ফুলের সৌরভ আনে উৎসব পরিবেশ
নবান্ন আর পিঠাপুলি ঘিরে মেতে ওঠে সারা দেশ l
ফিরনি পায়েস ক্ষীর সহযোগে আত্মীয় সমাদর
মেয়ের বাড়ি আসা জামাই বরণ আনন্দে ভরে ঘর l
দেশী নাচগান বাজনার তান লাঠিখেলা ঠকাঠক
বাংলার মুখ আবহমানের, বাঁশি ও চুড়ির শখ l
সূর্যকিরণ মিষ্টতা ভরা সোনালী রূপের খেলা
কবি সাধকেরা লিখে গেছে তাই কাব্য কবিতা মেলা l
921