সহজ কথা সহজ করে যায় বলা
গল্প নিয়ে ছন্দ সাথে পথ চলা l
অন্তরেতে জমতে থাকে কতো জাল
সুযোগ দেখে বেরিয়ে পড়ে অন্তরাল l
সময় সে তো মহান রসিক পথ দেখায়
ভিন্ন যুগে ভিন্ন রূপে মন ভাবায় l
যতই চলে ঘড়ির কাঁটা সামনে পানে
অতীত, সে তার তৈরি করে অন্য মানে l
বিলাসবহুল জীবন মাঝে বর্তমান
ছেঁড়া শৈশব অতীত সুদূর স্মৃতির টান l
সুখ ভরে যায় মন-টা ছোটে দুখের টানে
আমের বাগান দীঘির জল আর কচুরিপানে l
সহজ জীবন সহজ ভাষায় কাব্যে আসে
গল্পকথায় ছন্দে গানে মধুর ভাষে l