আমার কি আছে বলো ভুড়িটুকু সম্বল
মাঝে মাঝে সেইখানে চোঁয়া ঢোঁক অম্বল l
এক হাত আগে ভুড়ি দেহ জুড়ে হিন্দোল
গ্রামের মানুষ আমি, বাড়ি সেই বিন্দোল l
খাই না তো বেশি আমি ভাত মোটে তিনবার
একবারে তিন থালা সাথে রুটি দরকার l
রুটি তাও বেশি নয় গুনে মোট বারোটা
সাথে কিছু তরকারি আর কিছু পরোটা l
তরকারি খাই আমি গুনে মোট তিন প্যান
সব জানে মা আমার সেইমতো খেতে দেন l
হাঁটাহাঁটি কাজকাম কিছুই তো করি না
হেঁটে নাকি খিদে বাড়ে সেই পথে চলি না l
শুয়ে থাকি সারাদিন শুয়ে থাকি সারারাত
তাই তো কারুর সাথে হয় নাকো সাক্ষাৎ l
খাওয়ার ব্যাপারে আমি বড়ো বেশি সাবধান
- বেশি খাই, শুনে শেষে চাপা দেই নিজ কান l
সামান্য খেয়ে আমি বাঁচি কম খরচে
খাটা খুটি করি নাকো, সেও নিজ গরজে l
আমি নিজে কম খাই অপরকে বলি তা
আমার কথায় কেউ করে নাকো মোটে রা l
তবু দেখো ভুড়ি পাজি শুধু শুধু বেড়ে চলে
ভুড়িবাজ আছে যারা আমি পড়ি সেই দলে l
এত কিছু করে তবু আমি আজ নিরুপায়
এতো থাকি সাবধান, এতো আমি কম খাই !
৮৪৮