বিগত ১৪-০১-২০১৮ তারিখ আসরে প্রকাশিত হয়েছিল ২৫০ তম আলোচনা l
এই ২৫০ টি আলোচনামূলক লেখার মধ্যে ২১৫ টি ছিল কবিতা আলোচনা-মূলক রচনা ও ৩৫ টি ছিল কবিতাচর্চা ও সাহিত্যবিষয়ক সাধারন প্রবন্ধ l
বিগত ২৭-০৩-২০১৮ তারিখ আসরে ৩০০ তম আলোচনা প্রকাশিত হয়েছে l এই ৩০০ টি আলোচনামূলক লেখার মধ্যে ২৫৮ টি ছিল কবিতা আলোচনা-মূলক রচনা ও ৪২ টি কবিতাচর্চা ও সাহিত্যবিষয়ক সাধারন প্রবন্ধ l এই ২৫৮ টি কবিতা আলোচনার মধ্যে ২২২ জন কবির ২৮৮ টি কবিতা আলোচিত হয়েছে l
ষষ্ঠ পঞ্চাশে ৪৩ টি ছিল কবিতা আলোচনা ও ৭ টি কবিতাকেন্দ্রিক অন্য আলোচনা l
ষষ্ঠ পঞ্চাশে যে ক্রমে ৪৩ জন কবির কবিতা আলোচনা প্রকাশ করেছি l
১) রঞ্জিত মাইতি
২) এম,এ, সালাম
৩) বুলবুল আহমেদ
৪) জাহিদ হোসেন রনজু
৫) রোকন আহমেদ
৬) ডিএম সাজিদ
৭) ইবনে মিজান
৮) ডলি পারভীন
৯) লক্ষ্মণ ভাণ্ডারী
১০) বোরহান বিন শিহাব
১১) মিনু গরেট্টী কোড়াইয়া (বৃষ্টি)
১২) কামাল জামশেদ
১৩) মো: আশিকুর রহমান
১৪) জসিম বিন ইদ্রিস
১৫) সৈয়দ নূর-ই-আলম
১৬) রীনা তালুকদার
১৭) বদরুজ্জামান
১৮) মূলচাঁদ মাহাত
১৯) আনোয়ার মজিদ
২০) এস এম আলতাফ হোসাইন সুমন
২১) রোমিও ঠাকুর
২২) শাহিন আলম সরকার
২৩) আজনাদ মুন
২৪) জে আর এ্যাগ্নেস
২৫) চন্দন রায়
২৬) নাসিরউদ্দিন তরফদার
২৭) শাহীন নীল
২৮) লিলি দাস
২৯) মোঃ জাহিদ হাসান
৩০) মনোয়ারুল আলম
৩১) শপথ
৩২) অনুপম মণ্ডল
৩৩) করবী ডলি সাউ
৩৪) আক্তার ফারুক
৩৫) রুবু মুন্নাফ
৩৬) সঞ্চারিণী
৩৭) শম্পা ঘোষ
৩৮) সুমিত্র দত্ত রায়
৩৯) শশাঙ্ক সাদী
৪০) মোঃ পলাশ হোসাইন প্লাবন
৪১) প্রবীর চ্যাটার্জী
৪২) মোঃ আব্দুল হাফিজ
৪৩) অর্ঘ্য (ঋষভ্)
এই ৪৩ জন কবির মধ্যে ২ জন কবি আছেন ( ১) রঞ্জিত মাইতি, (২) প্রবীর চ্যাটার্জী - যাঁদের কবিতা পূর্বে আলোচনা করেছি l ৪১ জন রয়েছেন এমন কবি যাঁদের কবিতা প্রথম আলোচনা করলাম l
প্রথম পঞ্চাশে ৫৫টি, দ্বিতীয় পঞ্চাশে ৪৭টি, তৃতীয় পঞ্চাশে ৪৩ টি, চতুর্থ পঞ্চাশে ৫৫ টি, পঞ্চম পঞ্চাশে ৪৫ টি ষষ্ঠ পঞ্চাশে ৪৩টি মোট ২৮৮ টি কবিতা আলোচিত হলো ২৭-০৩-২০১৮ তারিখ ৩০০ তম আলোচনা প্রকাশের সাথে। কবির সংখ্যা ২২২ (১৪ জন নিবন্ধিত বিশিষ্ট কবি ও ২০৮ জন অন্যান্য নিবন্ধিত কবি) l
শিল্প সাহিত্য সংস্কৃতি যে কোনো ক্ষেত্রেই মানুষ কাজ করুন না কেন, ইতিহাসচেতনা বলে, তার ডকুমেন্টেশন প্রয়োজন l সেই বোধ থেকেই আলোচনার বিভিন্ন পঞ্চাশ অতিক্রম করার পর পর এই আলোচনার অবতারণা l জানি না বিষয়টি সঠিক কি না l আসরে অনেক প্রাজ্ঞ কবি রয়েছেন l তাঁরা ভালো বলতে পারবেন l
আসরের সকল কবিকে প্রীতি ও শুভেচ্ছা জানাই l