বামদিকে দিদি আর ডানদিকে বোন
মানছি না কিছুতেই তারা একজন l
বামদিকে শাড়ি আর ডানে ওয়েস্টার্ন
শাড়িতেও স্মার্ট বড়ো ডানদিকে টার্ন l
সানগ্লাস চোখে তার দিদি দিদি ভাব
কতো যেন কাজ করে চোখে মৃদু রাগ l
বোন দেখো সোফা পেতে দেখে যেন টিভি
কাজ নাই কাম নাই হাসিমুখ বিবি l
একজন কাজ করে সামলায় গোটা
ছোট বোন ঘরে বসে তবু নয় মোটা l
ছিমছাম চেহারায় দুমদাম ছোটে
এঘর ওঘর করে শুধু মজা লোটে l
আদরের কলি তবু হয় নি বাঁদর
সুখী গৃহকোণে থাকে পাতে না চাদর l
শুধু করে পড়াশোনা আর করে খেলা
খেটে খেটে দিদিটার কেটে যায় বেলা l
অফিসের কাজ সেরে সাঁঝে ফেরে ঘরে
ঘরে সব সামলিয়ে শখ নিয়ে পড়ে l
কতো তার রুচি আছে লেখা পড়া গানা
কখনো সে বোন হয়ে লুটে মজাখানা l
সোফাতে আরাম করে দেখে বসে টিভি
সাজুগুজু করে নিয়ে ওয়েস্টার্ন বিবি l
কাজ করে মজা করে সদা মুখে হাসি
দিদি হোক বোন হোক বড়ো ভালোবাসি l
করোনার এই বিপদ দিনে বন্দী থেকে ঘরে
সময় কাটাই ছড়া লিখে এমনি মজা করে l
কন্যাসম ছাত্রী বেবী স্পষ্টবাদী জানি
নিজের শর্তে মজা করে নিজেই নিজের রানী l
কতো কতো বিষয় নিয়ে সরল লেখার চালে
বলে গেছে ভারী কথা অতীতে ও হালে l
সেই মেয়েটি মজা করে দু'খানা ছবিতে
একটিতে সে শাড়ি পরে জিন্স টপ অন্যটিতে l