দিদি যখন মায়ের মতো বসে বোনকে কোলে নিয়ে
বোনটি যখন আদর গেলে দিদির কোলে শান্ত হয়ে,
আপন ঘরে দেখে দুজন যে যার প্রিয় লোকের দিকে
দিদি বোনের ভালোবাসা সময় যখন থমকে দেখে l
দিদি এখন একটু বড়ো, বোনের থেকে অনেক বড়ো
দিদিগিরি দেখায় যখন সেই দিদিটা কেমনতরো,
ইস্কুলে যায় ছড়া পড়ে ছবি আঁকে রঙ বেরঙের
সে সব কিছু বোনকে শোনায় কথকতা কতো ঢঙের l
বোন শুনে যায় বুঝে না তো বোঝে শুধু আদরটুকু
দিদি যখন বকর বকর নীরব চেয়ে ছোট্ট খুকু,
একটা সময় আসবে পরে পরিক্রমণ চলার দেশে
বুঝবে সেও কথাগুলো ভাব বিনিময় অবশেষে l
বন্ধু হবে, নির্ভরতা উঠবে গড়ে দুজন মাঝে
অনেক কাজের পরেও কেমন মিলবে ঘরে সকাল সাঁঝে,
স্বাধীনচেতা হবে তারা আপন কর্ম নিজে করে
দায়িত্ব সব পালন করে বাহির জগৎ এবং ঘরে l