ভীষণ গরমে প্রাণ করে হাঁসফাঁস
বিছানা গরম আর গরম আকাশ l
কি যে করি কোথা যাই ভেবে দিশেহারা
বাতাসে গরম ছাড়ে শ্রান্ত চেহারা l
পথ দিয়ে ফেরি করে ডাক দিয়ে যায়
- এসো এসো দাদা দিদি সহজ উপায় l
এনেছি শীতল পাটি গরমের যম
পেতে নিয়ে শুয়ে পড়ো ফিরে পাও দম l
মানুষের হাতে বোনা মেঝের গালিচা
ঘরে ঘরে বাঙলার পাটির বাগিচা l
মোস্তাক গুল্মের ছাল দিয়ে বোনা
শিল্প এ বাঙলার নাম যায় শোনা l
শহরের পাটি নাম গ্রামে যা মাদুর
অতি সাজে নক্সির পাটি বাহাদুর l
বাংলাদেশের ওই সিলেটের পাটি
ইউনেস্কোর দ্বারা পায় নাম খ্যাতি l
1303