হাতে নেই তনখা
শারদীয়া সংখ্যা ?
বাঁচি কি না শেষটা
থাকে কি না দেশটা !
মানবজাতির মান
বিপন্ন সম্মান
সবার উপরে থেকে
ভাইরাসে যায় কেঁপে l
এ কি জীব ওরে বাপ
সভ্যতা পুরো সাফ !
অর্থের রাজ্য
নিত্য বিভাজ্য l
করোনার তর্জন
রুজিহীন গর্জন l
স্যালারিড নয় যারা
কোথায় দাঁড়াবে তারা ?
সারণীর অঙ্ক
সঙ্গে আতঙ্ক
প্রতিদিন বাড়ছে
কতো প্রাণ কাড়ছে l
শত শত হাজারে
তবু তারা বাজারে !
খেয়ে খেয়ে বাঙালি
খুব তোরা জ্বালালি !
ইতিহাস লিখবে
বাঙালিরা মিটবে
বাজারেই মতি তার
খেয়ে খেয়ে গতি তার l
কি যে বলে জনতা
মন দিয়ে শোনো তা,
দুদিকেই শুখাতে
করোনা ও ভুখাতে l
কে যে শেষে টিকবে
বেঁচে থেকে শিখবে l
একটাই পথ তবে
লক ডাউন মানো সবে l
শারদীয়া হবে কী ?
পুজো দেবী পাবে কি ?
মানুষই না থাকবে
দেবীকে কে ডাকবে ?
লাক গেছে ডাউনে
গ্রাম থেকে টাউনে !
কম হবে শারদীয়া
শোনো দাদা মন দিয়া l