বাগানে বসে অনেক দুপুর বিকাল পার করেছে অপেক্ষায়
জলের ছায়ায় ছবি আঁকে আলোকিত দিনের
চারপাশ
নৈঃশব্দ ভরে গেছে মনের অনুচ্চারিত শব্দে
পড়ে থাকা মাটির পাত্রে পাখি ঠুকরায় অনন্তকাল
ঝুঁকে পড়ে জালার জলে খুঁজে অবয়ব নিজের
রোদে বৃষ্টিতে অন্যথা হয় নি
বাড়ির মেয়েরা কাজের অজুহাতে ফিরে যায়
কথার পিঠে কথা হয়েছে অনেক
গান গেয়ে ক্লান্ত হয়েছে বসন্তের কোকিল
পোস্টম্যান অনেক চিঠি দিয়ে গেছে অকারণ
কিন্তু কাজের চিঠি, আলোর স্বপ্ন এলো সেদিন
যেদিন জালায় অবয়বটা সত্যিকারের হারিয়ে গেছে l