মনে হলো শঙ্কা খাবো কাঁচা লঙ্কা ?
এই নামে দেশ ছিলো তারা তো বেশ ছিলো
কিন্তু কি হলো তার ভূত খেলো ঘিলু যার
ভুল সীতা হরণে অন্তিমে মরণে l
হস্তীনাপুরে ঐ শুরু হলো হৈ হৈ
পরিবারে দ্বন্দ্ব রাজা তিনি অন্ধ
সুচাগ্র বাঁচাতে অন্তিমে ধাঁচাতে
পরিধান হরণে গেলো সব মরণে l
আহা ট্রয় নগরী সসাগর লহরী
হেলেন ও প্যারিসে প্রেমধারা বরিষে
একসাথে পলায়ন হানাদার আগমন
রাতে ঘোড়া খুলল পুরোপুরি জ্বললো l
পাতাতে পাতাতে বিনাশের খাতাতে
নারী এক কারণে উপেক্ষা বারণে
পুরুষের পাখা সে তো মরবার জন্য
নারী থাকে হেতু তার, কারণ অনন্য l
** ঊষার আলো বইমেলা সংখ্যা ২০২০ তে প্রকাশিত