মিটিং করে সেটিং করে
উল্টো সা রে গা মা ধরে l
হয়তো বা পাওয়া গেছে আশ্বাস কোনো
নিজ বিশ্বাসে তাই মন দোনোমনো l
বিলগ্নিকরণে আসে বিশ্বাস
বুদ্ধির বেচাকেনা দেখে ইতিহাস l
বুদ্ধিজীবির তিনি রাখলেন মান
দেশে দেশে যুগে যুগে মত বদলান l
শাসকের পাশে থেকে শাসকের নীতি
জনগণ যাক মুছে হোক দুর্গতি l
ব্যাঙ্কের বিক্রিতে দিয়ে দেন সায়
আমজনতার ধ্বনি - হায় হায় হায় !!