গোপন ডেরায় শুয়ে ছিলো বিশাল একটা বাঘ
ঢোল পিটিয়ে মুক্তি এলো মিটে গেলো রাগ l
অষ্টপ্রহর অষ্ট রাগে বাজলো কাঁসর সানাই
গোয়েন্দা সব ছুটলো কতো করলো ধানাই পানাই l
পোড়া দেশে আইন ও কানুন গরীব নিধন যজ্ঞ
অর্থশালী পার পেয়ে যায় ফাঁসে গরীব অজ্ঞ l
হেন করেঙ্গা তেন করেঙ্গা করেঙ্গা তো নাথিং
লম্ফঝম্প বাতেলাবাজি শেষ পর্বে সেটিং l
বাঁচবে তুমি বাঁচবো আমি এমন অমোঘ জোড়
ফুলে ফেঁপে কেসটা দেবো আর বলবো বিশাল চোর
কিন্তু শেষে মিলবো এসে এক উঠানের মাঝে
বিরোধী দল হই না যতোই লাগবো এ ওর কাজে l
এমনি করে পৌঁছে যাবো হিমালয়ের চূড়া
হোক না তাতে আইন কানুন ভেঙে গুড়া গুড়া l