দিব্যি ছিলাম সুখে ছিলাম অফিস কেন গেলো খুলে
আজকে থেকে অফিস যাবো বাসে ট্রেনে বাদুড়ঝুলে l
অফিস যাবো বেতন পাবো সেই বেতনে থাকবো বেঁচে
যেদিন প্রথম চাকরি পেলাম সেদিন গেছি নেচে নেচে l
বেকারজীবন ভয়াবহ সেটা যখন গেলো দূরে
মনের মতন চাকরি পেলাম হৃদয়বীনা বাজলো সুরে l
সেই সুরেতে মজে গিয়ে ঘুরে এলাম সাতটি পাকে
সেই পাকেতে বেঁধে গেলাম দিনদুনিয়া তফাৎ থাকে l
দিনে দিনে প্রতিদিনে পাকের সংখ্যা বেড়ে গিয়ে
সন্তান এবং সন্ততিরা মাথায় চেপে হচ্ছে ইয়ে l
এই সকলের ভিত্তিভূমি যেখান থেকে যোগান আসে
যেখান থেকে টাকা পেয়ে সমস্ত পাক খেলে হাসে,
সেই অফিসে দিনে দিনে কেন যেন মেজাজ হারাই
প্রাপ্তি আছে যতো রকম সেটা নিয়ে মাথা ঘামাই l
আসল কাজের বেলায় শুধু চাকরি করি আবেগ পালায়
অফিস যখন দায়িত্ব দেয় শুরু করি ধানাই পানাই l
সব ভাবনা সকল শক্তি খরচ করি আপন কাজে
মাস পয়লাতে বেতনটা নেই তখন মরি একটু লাজে l
চাকরিজীবির কথা অমৃতসমান
যাদব চৌধুরী কহে শোনে পুণ্যবান