অনন্ত ঢেউ নিজেকে ছড়িয়ে দেয় l
সমষ্টি থেকে ভিন্ন হয়ে ক্ষণিক আনন্দে
টেনেহিঁচড়ে বার করে লাফ দেয় শূন্যে l
ঠোঁটের ফাঁক গলে বাক্যের মাঝে
দেয়াল ভেঙে শব্দ জলরাশির l
পতঙ্গরা দূরে সরে নোনা পরিবেশের l
জলজ জন্তুরা তিক্ত অভিজ্ঞতায়
যেখানে ছাঁটা হয় বনজ সম্পদ
সমুদ্রের গন্ধ নিয়ে ঝলমল গেয়ে ওঠে
ভবিষ্যতের গান l
শিশু সমুদ্রতটে ঝিনুক কুড়ায়,
বালির ঘর বাঁধে, ভাঙে
বাকি সবার খেলার সাথী হয় l