তুমি যখন ডাকলে সুরে
আমি তখন ছিলাম দূরে
এক নিমেষে এলাম ছুটে
তোমার কাছে হৃদয় লুটে l
একবার তো নয় বারে বারে
তোমার সুরে হৃদয় হারে
উজান ভাটি যাহোক কিছু
সর্বক্ষণে তোমার পিছু l
তোমায় সদা সঙ্গে নিয়ে
সংসার তরী যাই পেরিয়ে
ইচ্ছাটুকু মনে রাখি
জনম জনম সাথে থাকি l