শাসকের খুলিতে
মিঠেকড়া বুলিতে
যারা সব গর্জায় ছোঁড়ে হাত পা,
একখানি মিটিং এ
জোরদার ফিটিং এ
সরগম পাল্টায় সানিধাপা সা l
এই যারা ছুটে যায়
কালঘাম নামে পায়
অফিসে ও বাড়িতে খুঁজে খুঁজে সারা,
একখানি মিটিং এ
জোরদার সেটিং এ
সব খোঁজা ইতি টেনে যেন ধামা ধরা l
কখনো লড়াই জারি
কখনো তো ভাব ভারি
জনগণ দেখেশুনে ভ্যাবাচ্যাকা খায়,
কর্মীরা লড়ে মরে
নেতারা আঁতুর ঘরে
রসেবসে হাসিখুশি সময় কাটায় l