শাঁখা নিয়ে পথে পথে ঘুরে ফিরে শাঁখারি
হাঁক দিয়ে বউদের ডেকে নেয় হাঁকারী l
ছোট শাঁখা বড়ো শাঁখা শাঁখা কতো রকমের
সরু শাঁখা মোটা শাঁখা সাথে পলা গড়নের l
হিঁদু বউ পড়ে শাঁখা পড়ে শুভ কামনায়
শাঁখা প্রেম ধরে রাখে ঢেউ ওঠে যমুনায় l
শঙ্খ থেকেই শাঁখা সাগরের সম্পদ
করাতের কর্তনে শাঁখারির জনপদ l
শঙ্খ পবিত্র বহু দেশ জাতিতে
বিষ্ণু ধরেন শাঁখ নিজ বাম হাতেতে l
শঙ্খ নানান কাজে ব্যবহৃত হয় জেনো
শুভকাজে ফুঁ দিয়ে শঙ্খনিনাদ শোনো l
জলশঙ্খও দেখি পুজো কাজে লেগে যায়
গোমুখ শঙ্খ ফের পুজো কাজে নয় নয় l
শঙ্খটা কেটে আর নক্সার খোদাইয়ে
শাঁখা পায় রূপ তার চলে মেয়ে বিদায়ে l
শাঁখা নিয়ে পথে পথে ঘুরে ফিরে শাঁখারি
কতো শাঁখা কতো দাম কতো রূপ বাহারি l
490