পরীক্ষা পাস করে গেছি আমি সব
পেয়ে গেছি ডিগ্রীটা মহা কলরব l
আর নেই রাত জাগা পড়া টেনসন
চাকরিটা পেয়ে যাবো শেষে পেনশন l
টুকটুকে বউ এক বিয়ে করে নিবো
ফরেনে কোথাও ঠিক হানিমুনে যাবো l
জীবনে যা সুখ আছে সকল আমার
বাড়িঘর করে নিবো সঙ্গে খামার l
কতো কতো প্ল্যান আছে মাথায় আমার
জীবনের যতো বাধা ওঠা ও নামার,
সবকিছু সামলিয়ে নেবো আমি ঠিক
জীবনের রেলগাড়ি কুউ.. ঝিক ঝিক l
চাকরির খোঁজ করে আশা নিরাশায়
লাখ লাখ বেকারেরা বাঁচে দুরাশায় l
খোলা নাই কোনোখানে পদ কিছু খালি
লাখ লাখ টাকা খেলা, সব গুড়ে বালি l
৮৩৬