পলাশ ফুলের ঢেউ খেলে যায় বনে
খোঁপায় নাচে সাদা বেলির ফুল
কোমড় দোলায় সাঁওতালি ঐ মেয়ে
আদম যতো মন করে যায় ভুল l
নদীর ঘায়ে পাড় ছিঁড়েছে ডাইনে বাঁয়ে
মন উড়েছে উদাস মাঝির দূর আকাশে
সুর খেলে যায় ধামসা মাদল সঙ্গী করে
পলাশবনে বনপরীরা খেলতে আসে l
তৃপ্তি ঢেকুর দেয় ভুখা সব মানুষজনে
দূরের গ্রামে কাঁসর বাজে আঁধার রাতে
গন্ধমাদন কর্ম শেষে ঋতুরাজের
দিনের শেষে সামনে বাড়া গরম ভাতে l