চেয়ে চেয়ে থাকে আর মনে বুঝি ভাবে
অনেক তো পেয়েছে সে, আর কি কি পাবে l
সুন্দর মুখে তার ভালোবাসা ঝরে
প্রিয়তম মানুষটি সবার ওপরে l
হাসিখুশি যাবে কেটে জীবন সাগর
ঝর ঝর কেশরাশি চক্ষু ডাগর l
রঙে রঙে ভরে ওঠে প্রাপ্তিটা তার
গুছিয়ে সে পথ চলে সুখী সংসার l

আকাশে মেঘের ঘটা রোগব্যাধি দেশে
ঝরঝর বারিধারা প্রকৃতিতে মেশে,
বন্যার হাতছানি বিপদ ঘনায়
সবকিছু সামলিয়ে কোনায় কোনায়,
ভালোবাসা পুঁজি করে প্রিয়জন সাথে
বন্ধু স্বজন যারা তারা আসে কাছে,
উৎসব হুল্লোড় প্রিয় কিছু দিন
দিনগুলি যায় কেটে তাধিন তাধিন l

সঙ্কটে উল্লাসে সমভাব ধরে
জীবনকে নিয়েছে সে আপনার করে l
914