মাঠে জেগে ওঠে জীবনের প্রতিশ্রুতি
হলুদ সোহাগ খেলে যায় বাতাস দোলায়
নবান্নের গন্ধ মেখে গ্রাম শহর বন্ধুতায়
কৃষকবাজারে ভোরের কুয়াশা মাখে l
আঁচল ঝোলা শাড়ি মুছে দেয় ঘাম
লালপাড় স্নেহে কষ্টের বোঝা কমে
মাটির উঠুন হেঁটে হাত ধরে স্বর্গ ছোঁয়া
কণ্ঠে উচ্চারিত কূলদেবতার অভয় মন্ত্র l
আঁচল মোছে ঘাম, আঘাত, রক্ত
ইতিহাস জুড়ে যুদ্ধ, শান্তির পাঠ
দুহাতে বিষাদ নিয়ে মাঠে হাঁটে রোদ
ভালবাসা বুকে ঢেউ খেলা বাতাস দোলায় l