ছুটতে শুরু করে সবার
ছোটা যখন শুরু
ছুটতে ছুটতে অনেক দূরে
বুকটা দুরু দুরু l
পিছনে যায় ঘর ও সংসার
আপন পরিজনে
পিছনে যায় বন্ধুরা সব
সকল হরিজনে l
যে ছুটে সে ছুটেই চলে
ছুটার নেশায় পাগল
বাহির জগৎ খুলে গিয়ে
দুয়ারে নেই আগল l
কি খোঁজে সে সে-ই জানে
পেলো কিনা শেষে
তবু তো তার ছোটার গল্প
খ্যাত দেশ বিদেশে l
সকল ছোটার শেষে যেদিন
থামে ছোটার গাড়ি
তার পেছনে ছুটতে থাকে
সকল পুরুষ নারী l