রামধনু রংধনু বিতর্ক কতো
উভয়ের মানে তবু এক অবিরত,
চোখে দেখি ধনু এক আকাশের গলে
আলোকের রেখা সে যে বায়ুমণ্ডলে l
বায়ুমণ্ডলে আছে জলকণা যত
সূর্য আলোক সেথা হয় প্রতিহত,
বৃষ্টিধারার পরে আকাশের গায়
সূর্যের বিপরীতে রামধনু ছায় l
সাতটি রঙের ওই সমাহার দেখি
ধনুকের মতো তাই রামধনু ডাকি,
বেনিআসহকলা সংক্ষেপে বলি
পুস্তকে আছে লেখা এই কথাবলী l
বিভিন্ন তরঙ্গ এঁকে বেঁকে চলে
দৈর্ঘ্যের হেরফেরে ভিন্নতা মেলে,
রঙগুলো তাই দেখি সারি মেনে আসে
উজ্জ্বল কম বেশি মেঘলা আকাশে l
জীবনের যতো কলা রঙ মহীয়ান
বয়সের ভেদে নিজমতো বলীয়ান,
শৈশব কৈশোর যৌবন শেষে
ধার ভার বয়সের অন্তিমে মেশে l
1328