নদীর ধারে
শুকনো পাড়ে
জন্মদিনে
কি মজা রে !!

শুধু দুজন
স্মৃতি মাখা
সঙ্গী সুজন
আকাশ দেখা l

শুভ শুভ
জন্মদিনে
সকল খুশি
দিলাম কিনে l