নদী গড়ে সভ্যতা নদী গড়ে দেশ
নদী গড়ে সাহিত্য নদী শুরু শেষ l
নদীতীরে বানিজ্য শ্মশানের ধোঁয়া
নদীতে জীবন শুরু নদীতেই খোয়া l
ঊর্বরা হয় জমি নদীজল পেলে
নদীতীরে সভ্যতা গড়ে হেসেখেলে,
নদী মানে গান, ছড়া, নদী মানে দেশ
দু কূল ছাপালে নদী দুঃখ অশেষ l
জীবনে ও জীবিকার নানা অভিঘাতে
চর জমি বেদখল মানব আঘাতে l
সভ্যতা শুরু থেকে যতো যায় মাস
হাতে বাঁধে, পায়ে বাঁধে - নদীর বিনাশ l
নদী মানে বানিজ্য নদী মাঝিগান
নদী মানে বানভাসি নদী বহমান,
নদী মানে গতিধারা শুরু পর্বতে
তিন গতি শেষে মেলে সাগরের স্রোতে l
সভ্যতা গড়ে ওঠে নদীতীর ধরে
পরে সেই সভ্যতা নদী পর করে,
নদীতীর ধরে গড়ে বাঁধ শত শত
মরা নদী শ্বাসহীন পানায় ব্যাহত l
নদীর ঘাটে নৌকা বেঁধে কৃষ্ণ যদি পারে
রাইসখীদের দু আনাতে আনে নদীর পারে,
রাধার জন্য রাখে যদি কানের সোনার পণ
তবে নৌকা বেয়ে পাবই পাব আমার প্রিয়ার মন l
অতিবর্ষনে নদী দু কূল ছাপায়
জনপদ পথঘাট জলে ভেসে যায় l
অনাহার হাহাকার রকমারি ত্রাণ
নদী দেয় পলিমাটি জমি পায় প্রাণ l
নদীর স্বচ্ছ জল আয়নার মত
তোমার রূপ চারগুণ যায় বেড়ে,
নদীর থেকে ফিরি তোমার দিকে
পড়ি গিয়ে বাজারের ফর্দের ফেরে l
নদী মানে মেলা খেলা নদী উৎসব
নদী মানে মাঝিগান নদী কলরব l
সেই নদী মজে যায় ধারা যায় কমে
কল কারখানা থেকে দূষণের যমে l
জলধারা বয়ে যায় নদীপথ ধরে
পাহাড়ে তা শুরু হয়ে মিলায় সাগরে l
দেশে দেশে জনপদ নদী বহতায়
জলপথে নানা কাজে বেশ জুড়ে যায় l
নতুন বধূর বেশে
ছুটে চলে দেশে দেশে
ছটপটে নদী তার প্রাণময় বেগে,
কবিতা গল্প গান রচিত আবেগে l
নদীর ঢেউয়ের দুলকি চালে
পুলক জাগে মনে
এ কূল ও কূল দু কূল ছাপায়
মনের সঙ্গোপনে l
নদী তোর বুকে ছিল কতো কথা ব্যথা
বন্যার রূপ ধরে দেখি কঠোরতা,
ভেসে যায় লোকজন ভাসে ঘরবাড়ি
মাঠের ফসল ভাসে, গবাদির সারি l
নদী চলে এঁকেবেঁকে নিজ পথ ধরে
নদীর দু'ধারে তারা সভ্যতা গড়ে,
কখনো উদার নদী কখনো ভীষণ
বাঁধ গড়ে মারে নদী মনু বিভীষণ l
নদীর জলের তোড়ে ভেঙে গেছে বাঁধ
ভেঙে গেছে বাড়িঘর ধবংস অবাধ,
নদীজল যাবে নেমে কল কল রবে
আবার নতুন করে সব শুরু হবে l
নারী সে তো নদী এক বেঁধে রাখি তাকে
কত নানা শাসনে ও কত নানা পাঁকে,
এটা নয় ওটা নয় পদে পদে মানা
শত শত বাঁধ উঠে নদী ডোবা পানা l
নদীর জলের গুণে ফুল-ফল দানা
অতীতে নদীকে কেউ করেনিকো মানা l
আধুনিক যুগে দেখি বাঁধ গড়ে গড়ে
নদীকে ঠেলেছে তারা মৃত্যুর দোরে l
শান্ত নদীর জলে ওঠে কল কল
নদীজল কেঁপে ওঠে জল চঞ্চল,
নদীজলে স্নান করে বালকের দল
- ঘড়িয়াল ওই আসে, চল পালা চল l