সর্ষে ফুলে :
সর্ষে ফুলে হৃদয় দুলে !
আছি কোথায় যাচ্ছি ভুলে ।
সর্ষে মাঠে নদীর কূলে !
হলুদ রঙে হচ্ছি মাত
চোখ বাঁচিয়ে হচ্ছি কাত !
বলছে সবাই ইচ্ছেমতো
খাচ্ছি কতো লোকের গুঁতো !
ভূতের ডেরা সর্ষে ক্ষেতে
সামলে চলি আছি মেতে !
হাসি ছড়ায় সর্ষে ফুল :
শীতদুপুরে সর্ষে ক্ষেতে
মনের মানুষ কে ?
সে আমাদের সোনা মাসি
হাসতে লেগেছে ।
হাসি ছড়ায় সর্ষে ফুলে
ছড়ায় নদীর জল
হাড়কাঁপানো শীতবাতাসে
তারও হাসির ছল !
সেই হাসিরই ঝলক দেখি
মাসির মিষ্টি মুখে
সর্ষেক্ষেতে সটান তিনি
জীবনযুদ্ধ রুখে ।
যেতে যেতে :
যেতে যেতে
সর্ষে ক্ষেতে
রাজিব ভায়া ঐ
ঘাড় ঝুলিয়ে
হাত দুলিয়ে
ফুটছে মনে খই ।
সর্ষে থেকে চোখ বাঁচাতে
চোখে ইয়া চশমা
ভূতের থেকে বাঁচবে কিসে
আছে কি কারিশমা ?
হলুদ বনে নায়ক বনে
রাজেশ খান্না পোজ
আসা যাওয়ার পথে বুঝি
এই দৃশ্য রোজ ?
তিনি কেন ঘরে তবে
তিনি থাকলে জমতো
ডুয়েট গানে ভরলে আকাশ
মজা কিছু কমতো ?
চড়ুইভাতির নামে
মাঠে রাজিব নামে
পাচ্ছি দারুণ ছবি
ফেসবুকের দামে ।