বাতের ব্যথায় ভীষণ কাবু
পাড়ার প্রিয় পরান বাবু
ওষুধ পথ্যি জীব ও জড়ে
একটু আরাম মেলে ধরে l

কিন্তু ঠান্ডা যখন জবর
শরীর জুড়ে ব্যথার খবর
গরম সেঁকে আরাম মেলে
তবেই আরাম সেঁকটা পেলে l

কিন্তু কে দেয় জোগাড় করে
একলা ব্যথায় কঁকিয়ে মরে
শীত ও বৃষ্টি কষ্ট ছড়ায়
পরান বাবুর শির ও দাঁড়ায় l

আরাম গ্রীষ্মে, শরৎ এলে
শরীর জুড়ে স্বস্তি মেলে
সেই ক'টা দিন সুখে থাকা
হাসিখুশি পরান কাকা l

পরানবাবুর কষ্ট গাথা
নেইকো কারো মাথা ব্যথা
কষ্ট আরাম পালা করে
সামলে চলেন একলা ঘরে l
1289