উড়ে যায় পাখিদল দূরে নীলাকাশে
উড়ে যায় ভর করে হালকা বাতাসে,
সারি সারি কালো সাদা নানা রঙে ভেসে
উড়ে যায় পখিদল দূর কোনো দেশে l

সারাদিন ঝটপট পতপত ওড়ে
এই গাছে এই মাঠে দিনভর ঘোরে,
তৃষ্ণায় নদীজল ধীরে করে পান
গাছে গাছে ফল খায় প্রকৃতির দান l

সর্বদা চঞ্চল ইতি উতি চায়
সতর্ক সাবধান পাখিরা সদাই,
এই ওড়ে এই বসে ফের উড়ে যায়
দল বেঁধে রেখা টেনে আকাশে হারায় l

ঘরে তার ছোট ছানা চিন্তার রাশি
খুঁজে ফিরে দানাপানি কোটরের বাসী,
আশঙ্কা ঘুরে ফিরে মনকে কাঁপায়
শিকারীরা হয়তো বা আঘাত শানায় !

যত যাক উড়ে পাখি ফেরে তার নীড়ে
বড় সে যে ভালোবাসে ছোট বাসাটিরে,
ভালবাসা স্নেহ মায়া শিক্ষার রাশি
খাদ্যকণার সাথে জুড়ে দেয় পাখি l
1288