কেটে যায় দিন স্বপ্ন রঙিন
চাওয়া সীমাহীন
যেন কেউ আছে বসে দাতা আলাদিন l
সময় হারায় বিকাল গড়ায়
কি যে হয় হায়
থেকে যায় কতো ফাঁক চাওয়া পাওয়ায় l
আসে শেষ ডাক সবকিছু থাক
তীর্থের কাক
পারানির কড়ি সহ যাক্ চলে যাক্ l
পান্থ পথের স্বপ্নের ঢের
চলে যায় ফের
যেথা হতে আসা তার পঞ্চ ভূতের l
যায় কি চলে সদলবলে
সমস্তটা ?
থাকে না কি কর্ম কৃতি
তার কিছুটা ?
** নব সাহিত্য কমল ষষ্ঠ বর্ষ শারদীয়া ১৪২৫ - ২০১৮ তে প্রকাশিত