এই এখানে পা রেখেছি চারটি দশক আগে
বিদায়বেলায় শত কথা মনের সামনে জাগে l
সেদিন যারা সঙ্গে ছিলেন সবাই অবসরে
আজকে আমার বিদায়দিনে যাচ্ছি আমি ঝরে l
এই এখানে ফুলে ফলে কর্মজীবন পার
যা কিছু আজ পেয়েছি সব এই জীবনের সার l
এই এখানে ভালোবাসায় এবং নানান দ্বন্দ্বে
কাজের টানে ছুটোছুটি রাগ পরমানন্দে l
ক্লাস করেছি গার্ড দিয়েছি বছর বছর খাতা
কতো নানান অনুষ্ঠানে কতো গল্পগাথা l
কতো প্রিয় ছাত্রেরা সব আছে নানান কোণে
তাদের স্মৃতি নিত্যদিনই জেগে ওঠে মনে l
সহকর্মী বন্ধু যারা বড়ো ছোট সবাই
তারা আছেন সমাদরে স্মৃতির মনিকোঠায় l

কতো হিসাব লাভ ও ক্ষতির পে কমিশন ডি এ
ছোটো বড়ো চাওয়া পাওয়া করের টাকা নিয়ে l
টিচার্স রুমে আলোচনায় বাদবিবাদের ধাপে
সময়ক্রমে পাপের শিকার অভিযুক্ত পাপে l
সিঁড়ি ভেঙে উঠে গেছি চার দশকের চলায়
নীচের সিঁড়ি থেকে ক্রমে ঐ সে উপরতলায় l
পথ চলে এই শিক্ষা পেলাম
সবাই আমরা শ্রেণীর গোলাম,  
যখন যেমন পরিচয়ে
যুক্তিতর্ক বিনিময়ে l
শুরু সত্য শেষও সত্য এবং সত্য কর্মকাল
খারাপটুকু ভুলে গিয়ে ভালোর স্মৃতি চিরকাল l
518