রাত পোহালেই :
থার্টি ফার্ষ্ট আর এক তারিখে তফাৎ কি হয় বলো ?
এক চন্দ্র সূর্য তারা এক সে মানুষগুলো l
একই সকাল একই বিকাল রাত সন্ধ্যা সবই
যে যার পেশায় একই থাকে মজুর থেকে কবি l
একই অভাব সুখ দুঃখ যে যার মতো লড়ে
রাত পোহালেই তফাৎ কিছু হয় না ঘরে ঘরে l
একটি দিনের থেকে যেমন অন্য দিনের তফাৎ
বছর শেষের পরের দিনে পরিবর্তন ক' হাত ?
জন সে তো জন থাকবে আবুল পুরো আবুল
তপন পুরো তপন থাকে বর্মা থেকে কাবুল l
বাড়বে শুধু বয়স মোটে একটি দিনের যোগে
যেমন বাড়ে সারা বছর প্রতিটা দিন ভোগে l
তবু বছর শেষের থেকে নতুন বছর বরণ
করছে বরণ পাগলপারা বিচিত্র তার ধরণ l
শুধু একটা ফিকির খোঁজা মস্তি মজা চলবে
বাজনা গানে নাচের তালে হৈ হুল্লোড় জমবে l
আলো জ্বেলে শব্দ ঢেলে উদ্দামতায় পূর্ণ
রাতগভীরে দুপুর নামে আঁধার ভেঙে চূর্ণ l
আলাদিনের প্রদীপ জ্বেলে নতুন বছর যেন
দুঃখমোচন বসে আছে তাকে কি কেউ চেন ?
স্বাগতম কুড়ি :
একটা বছর মৃত্যুমুখে
একটা বছর দোরগোড়ায়
উনিশ যখন যাবে চলে
কুড়ির চলবে ঢোলপিটাই l
বছর মানে অনেক স্মৃতি
সাফল্য ও ব্যর্থতার
বছর মানে খুশি মজা
বছর মানে দুঃখভার l
বছর মানে নতুন শপথ
ভুলভ্রান্তি শুধরে নেওয়া
আসছে বছর আবার হবে
আবার করে ফিরে পাওয়া l
এলেন যাঁরা এই বছরে
গেলেন চিরকালের তরে
সবার স্মৃতি ধারণ করে
চলবো নতুন বছর ধরে l
অনেক হলো হিংসা লড়াই
অনেক এলোমেলো বড়াই
এসো এবার শান্তি খুঁজি
মিলুক সবার রুটি রুজি l