সম্পর্ক থাকে না, রাখতে হয়
মানুষ বাঁচে না, বাঁচতে হয় l
পলকের পরিচয় যাত্রাপথে
বন্ধুত্ব, ফেসবুক, হোয়াটস অ্যাপ,
তারপর যখন সেই চরম বিপদটা এল
হাসপাতালের বেডে শুয়ে, তখন সে পাশে,
অভয়বাণী নিয়ে l
আর যে সম্পর্ক বয়ে চলেছি আজীবন,
ধমনীর স্রোতে বইছে যার ডি এন এ
গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট এর কারণে
একটা এক্সকিউজ পৌঁছুল, সঙ্গে আরোগ্য কামনা !
সম্পর্ক নির্দায় নয়, তার ভার থাকে l
সেটা বইতে হয়, সাড়া দিতে হয় l
জীবন দিশাহীন নয়, তার ধ্রুবক থাকে
সেটা আঁকতে হয়, অনুসরণ করতে হয় l
সূর্যাস্তের পর সূর্যোদয় দেখাই বেঁচে থাকা নয় l
ভবিষ্যতের দিনগুলো অর্থবহ করা দরকার l
অনেক অনেক সম্পর্ক প্রয়োজন তার জন্য,
সম্পর্কগুলো কথা বলবে এ ওর সঙ্গে
বেঁচে থাকার সঙ্গে তা হবে ওতপ্রোত l
কুরুক্ষেত্রে বা রামলীলা মাঠে
রথের রশি থাকবে সারথির হাতে l
রামধনুর সাত রং চেনা যাবে চশমা ছাড়াই l