ভোর হলো যেই আর ঘুম নেই
ঘরে ঘরে গিয়ে সব গরুগুলো নিয়ে,
রাখাল ছেলেটি দেয় মাঠপথে পাড়ি
সারাদিন মাঠে থেকে, ফেরে সন্ধ্যায় বাড়ি l

মাঠে যেতে যেতে পথে ক্ষেতে ক্ষেতে
ঘন ঘাস চিবিয়েই যায় গরুগুলো,
রাখাল বালক বসে গাছের ছায়ায়
গামছার গিট খুলে মুড়ি ছাতু খায় l

নদী ধীরে যায় বয়ে নদী পাড় ক্ষয়ে ক্ষয়ে
নতুন পথের খোঁজে নদীর চলন,
রাখাল গরুর পাল অতি ধীর গতি
মাটি জেগে ওঠে ধীরে নতুন বসতি l

দেশ কাল সমাজেরা প্রগতির নব ধারা
বনচর, গুহাবাসী সাজায় নগর,
মহাকাশে গ্রহে গ্রহে অভিযানে কাটে
তবু, রাখাল গরুর পাল নিয়ে যায় মাঠে l
1322