সবার আছে নিজের রাধা
কি ক্ষমতা এড়াই তাকে
সবাই তো তার সাথে বাঁধা
শাস্ত্র মেনে সাতের পাকে l
যতই ফিরি দেশ বিদেশে
মন থাকে সেই ঘরের কোণে
চার দেয়ালে আটকে আছে
ছেয়ে আছে আমার মনে l
অচেনার সেই গহ্বর থেকে
মেলে এসে দুইটি প্রাণী
অর্ধ অঙ্গ এক অপরের
বলেন যাঁরা শাস্ত্রজ্ঞানী l
খুনসুটি আর ভালোবাসায়
ঠাকুরঘরে কৃষ্ণরাধা
ঝড় ও ঝাপটা সামলে নিয়ে
সামনে এগোয় পেরোয় বাধা l