সবাই মিলে সামলে নিয়ে হেইসা মারি ধাক্কা
ভর্তি বাসে সর্বনাশে জ্যাম যে গাড়ির চাক্কা l
মোটকু ঠেলে শুটকু ঠেলে ঠেলে লম্বু বেঁটে
ঠেলার চোটে ঘর্ম ছোটে ইভেন্ট গেলো ঘেঁটে l
ডাইনে ঠেলে বাঁয়ে ঠেলে ঠেলে আগে পিছে
ঠেলার ঠেলায় সকল ঠেলা হলো পুরো মিছে l
যেমন গাড়ি থাকে তেমন যে মাটি সেই মাটি
কালো মাটি রক্তমাটি মাটি আসল খাঁটি l
সেই মাটিতে গিয়ে গেঁথে চাক্কা পড়লো জ্যামে
নাস্তানাবুদ সকল মানুষ সাহেব থেকে মেমে l
কোথায় যেন যাচ্ছে তারা দল বেঁধে এককাট্টা
গাড়ির দোষে পড়লো তাদের মাথায় সলিড গাট্টা l
যে ছিলো সেই গাড়ির মালিক ধরলো তাঁকে চেপে
কি ঝামেলার গাড়ি বাপু চলছে কেঁপে কেঁপে l
তবু সেটা চলা ছিলো হঠাৎ গেলো থেমে
ডাইনে ঝুলে বাঁয়ে হেলে চাকা গেলো নেমে l
মালিক বলে কর্পোরেশন করবে যখন রাস্তা
তবে হবে সমাধানটা নয়তো মোটে সস্তা l
পথের গাড়ি পথে থাকুক যাও না সবাই বাড়ি
রাস্তা হলে উঠবে গাড়ি শুধরে নিয়ে নাড়ি l
মুখটি ভেংচে আর পা লেংচে লাগেজ সহ নামে
বাতিল যাত্রা সবার এবার বাবার বাবাধামে l