শুভ জন্মদিন কবি !
"বাংলা কবিতা"য় বিভিন্ন কবির কবিতাগুলিতে যে মন্তব্যগুলি করা হয়, সে সম্বন্ধে অনেক অভিযোগ, অনুযোগ প্রকাশিত হয়েছে আলোচনা পাতায় l কবিতার গঠনমূলক আলোচনা না করে শুধু প্রশস্তিমূলক এবং পুনরুক্তিমূলক কিছু শব্দ সহকারে যে মন্তব্যগুলি করা হয় তাতে আখেরে যে কবি, কবিতা বা পাঠক কারুরই কোনো উপকার হয় না, এবিষয়ে অনেকেই একমত হয়েছেন l
কবিতায় মন্তব্যের এই তথাকথিত গতানুগতিক ধারার বিপরীত চিত্র পেলাম কবি বিজয় ভৌমিক রচিত "প্রিয়বান্ধবী" কবিতার প্রতিটি মন্তব্যে l কবিতাটি প্রায় তিন বছর পূর্বে আসরে প্রকাশিত হয়েছে ৩০-১০-২০১৪ তারিখে l আজকের অর্থাৎ ২৩-১২-২০১৭ তারিখে কবিতাটিতে ৬ টি মন্তব্য এসেছে l কবি তিনটি মন্তব্যের উত্তর দিয়েছেন l সব মিলে ৯ টি মন্তব্য দেখাচ্ছে l মন্তব্যের সংখ্যা কম মনে হতে পারে l কিন্তু প্রতিটি মন্তব্য নিজগুনে সমুজ্জ্বল l
কবিতায় যে মূল ৬ টি মন্তব্য এসেছে, প্রতিটি মন্তব্য কবিতার বিষয়কে ঘিরে l স্বল্পদৈর্ঘ্যের মন্তব্যও যে কত গঠনমূলক ও কবিতা পাঠোদ্ধারের সহায়ক হতে পারে এই কবিতায় করা প্রতিটি মন্তব্য তার প্রকৃষ্ট উদাহরণ l এরকম চিত্র অন্য বহু বহু কবিতার ক্ষেত্রেও পাওয়া যাবে l ফলে আসরের কবিতাগুলিতে দায়সারা, শুধু প্রশস্তিমূলক মন্তব্য হয় এটি একটি খণ্ডচিত্র l গঠনমূলক মন্তব্যও পাশাপাশি থাকে, যা কবি ও কবিতাকে সমৃদ্ধ করে তোলে l
কবিতায় আছে প্রেয়সীর সঙ্গে প্রথম সাক্ষাতের বর্ণনা l প্রেমযাপনের এক পর্বে এসে তার সঙ্গে চিরজীবনের সম্পর্কে বাঁধা পড়া l সাথে প্রকৃতির অপরূপ বর্ণনা l এর প্রতিটি বিষয় উঠে এসেছে বিভিন্ন মন্তব্যে l কবিতায় আবেগময় প্রেম প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে এক সুন্দর আবহ সৃষ্টি করেছে বলেছেন কবি দীপঙ্কর এবং শ্রাবণী সিংহ l কবিতাটি পাঠ করলে "জীবনের ফেলে আসা সোনালী বসন্তগুলির কথা মনে প'ড়ে যায়" - বলেছেন কবি স্বপন কুমার মজুমদার l বিশ্বজিৎ জানা (ভাস্বর কবি) কবিতাটির মধ্যে দেখেছেন প্রেয়সীর সাথে প্রকৃতির মধূর মিলন l একইভাবে কবি পরিতোষ ভৌমিক কবিতাটিতে (অমায়িক কবি) প্রেম আর প্রকৃতির মিলনমাধুর্য উপভোগ করেছেন । কবি রুমা চৌধুরী রচনাটিকে সুন্দর প্রেমের কবিতা আখ্যায়িত করে প্রকৃতি বর্ণনার বিষয়টিও বলেছেন l মন্তব্যের প্রত্যুত্তরে কবি বিজয় ভৌমিক বলেছেন, প্রেম ও প্রকৃতি আমাদের জীবনে বেঁচে থাকার আকুতি, আর ভালবাসার অনুভূতি জাগায় l সুন্দর মন্তব্য প্রতিমন্তব্যে কবিতাটির পাঠ যথার্থ অর্থে সার্থক হয়ে উঠেছে l
এরকমটা সবক্ষেত্রে হয় না যেখানে যার সঙ্গে প্রেমের শুরু তাকেই জীবনসাথীরূপে পাওয়া যায় l বর্তমান কবিতাটিতে এরকম হয়েছে l ফলে প্রেমের মাধুর্য শতগুণ বৃদ্ধি পেয়েছে l যার সঙ্গে জীবনের ডোর বাঁধা নির্ধারিত হয়ে আছে, প্রথম দর্শনেই তাকে যেন পরিচিত, অতি চেনা মনে হয় l যাকে ভালবাসা যায়, তার সমস্ত চলনই মন ছুঁয়ে যায় l তার চকিত হাসিমুখে কৌতূহলী হরিণীর চোখের সাদৃশ্য মেলে l মন নিয়ে লুকোচুরি শুরু হয়, প্রেমের অজানা এক দিশার স্রোতে পাড়ি দেয় মনযুগল l
সোনালী রোদে, আলোছায়া আঁকা পথে, পাহাড়ের গায়ে, গোধূলীর পায়ে পায়ে অজান্তেই সময় পেরিয়ে যায় l প্রেম ও প্রকৃতি যেন মিলেমিশে একাকার হয়ে যায় l মনের জানালায় কত রোমাঞ্চ উঁকি দেয় l গ্রীষ্ম-বর্ষা-শরৎ-হেমন্ত-শীত-বসন্ত পেরিয়ে ভালবাসা গতি পায়, জীবনপাত্র পূর্ণ হয়ে ওঠে। প্রিয়বান্ধবীকে চিরদিনের সাথী হিসেবে পেয়ে প্রেম সার্থক হয়ে ওঠে l
সুন্দর প্রেমের কবিতা উপহার দেবার জন্য কবিকে জানাই আন্তরিক অভিনন্দন !!