কবিদের সমাবেশে সুস্থতার উপহাসে সৃষ্টির বন্যা
শব্দের গুচ্ছ ভেঙে দিয়ে একক সাম্রাজ্যের পত্তন
ভাবনারা ভেঙে গিয়ে গড়ে তোলে ভাঙার নির্মাণ
চিত্রকল্প ছাড়ে রংতুলি নিয়মের শাসন অস্বীকারে
খাসজমি রেকর্ডের মানচিত্রে পদানত অঙ্গীকার
একাধিক নির্বোধ বুদ্ধির সমাহার খেলা বিস্মরণে
নতুন তত্ত্বে আয়োজন মহাশূন্য প্রতিযোগিতা
চিয়ার মহিলারা ঢেউ তোলে মহাসাগরের গভীরে
বলে লাথি মেরে মহাকাব্যিক শ্রুতিকাব্য রচনা
হেসে ওঠে শব্দেরা, শব্দের স্বাধীনতার দাবিতে
কায়েমী বাক্য সম্প্রদায় জারি করে এসমা
অবরোধ, বিক্ষোভে অসুবিধায় পদ বিরতি চিহ্নেরা
মত্ততার অনুশীলন সিলেবাস ভেঙে সমতল খাদে
অক্ষর সম্প্রদায় প্রভাবিত আন্দোলনে সম্ভাবনায়
সুস্থতার উপহাসে মত্ততার অনুশীলন উন্মাদনা
নবতর উন্মাদনা শিশিরের আগমনে নতুন সম্ভাবনা