বহু দেশ ঘুরে শেষে
নিজ দেশে ফিরে এসে
এক সে শীতল প্রাণ দূর দূর করে,
ভাইরাস দেহ জুড়ে
খায় দেহ ছিঁড়ে ফুঁড়ে
আতঙ্কে গ্রামবাসী দূরে দূরে সরে l
করোনার ঘা খেয়ে
থেকে গেছি মুখ চেয়ে
পর পর দেখে যাই এক দুই তিন,
লকডাউন পর পর
নেই কাজ পত্তর
দিনে দিনে বেড়ে গেছে শুধু দূর্দিন l
ঘন্টা বাজায় দেশ
তালি দেয় নিঃশেষ
ভুখা পেটে মরে যাই পরিযায়ী যতো,
দিনে দিনে ভাইরাস
একে একে করে গ্রাস
প্রাণ হাতে নিয়ে ফিরি পথে অবিরত l
অনেক অনেক পরে
সরকার নড়ে চড়ে
ট্রেন দেয় বাস দেয় ভাড়া নিয়ে কথা,
নিজ দেশে ফিরে যাই
অগত্যা নিরুপায়
প্রতিরোধ সেখানেও দেখে পাই ব্যথা l
কি যে করি কোথা যাই
প্রশাসন দেয় রায়
ঘর থেকে দূরে পাই কোয়ারেন্টেন,
কোনোমতে মাথা গুঁজে
খাই সবে চোখ বুজে
রিলিফের ভাত ডাল গরম সফেন l